জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বা‌নিয়াচং‌য়ে বিএনপির বিক্ষোভ

দি‌লোয়ার হোসাইন: তেল ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে হ‌বিগ‌ঞ্জের বা‌নিয়াচং‌য়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৩ জুন) বিকেলে বা‌নিয়াচং উপ‌জেলা বিএনপির আয়োজ‌নে উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ম‌জিবুর হোসাইন মারুফ ও সাধারণ সম্পাদক ন‌কিব ফজ‌লে র‌কিব মাখনের নেতৃত্বে বড় বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি বাজা‌রের বিভিন্ন মোড় প্রদ‌ক্ষিণ ক‌রে সাব‌রে‌জিস্টার অ‌ফিস সাম‌নে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহ্বায়ক লুৎফুর রহমান ,সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জা‌হির হোসাইন,সাংগঠ‌নিক খা‌লেদ মিয়া,১নং ইউ‌নিয়ন বিএন‌পির সি‌নিয়র সহ সভাপ‌তি কামরুজ্জামান কাজল, ‌বিএন‌পি নেতা মোশারফ হোসাইন খেলু সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদ জানিয়ে সরকার বিভিন্ন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপ‌জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সু‌হেল আহ‌মেদ , বিএন‌পি নেতা সা‌দিক আহ‌মেদ, আলী হো‌সেন, ফজ‌লে এলা‌হি যাদু,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার শো‌য়েম, কাউসার আহমদ, সাইফুল ইসলাম টিপু,ওয়া‌হিদুল মুরাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।