জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন

জুবায়ের আহমেদঃ আর্তমানবতার সেবায় নিয়োজিত হবিগঞ্জের তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১শত বিশজন বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।

রবিবার ১৯ জুন বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিতে নিমজ্বিত পরিবারের মধ্যে তাসনুভা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেয়া হয়।

খাবারের প্যাকেটে ছিল ছিড়া,চিনি,মুড়ি,বিস্কুট মোমবাতি ও গ্যাসলাইট।ডনিকাল বাংলাদেশী কমিউনিটির নেতা ড.মোহাম্মদ রফিউল্লাহর আর্থিক সহযোগিতায় শতাধিক বন্যাকবলিত মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাগর আহমদ শামীম মিয়ার নির্দেশে সংগঠনের সভাপতি মহসিন চৌধুরী, সাধারন সম্পাদক সুমন আহমদ রাজু আলীর সঞ্চালনায় শুকনো খাবার বিতরন পোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিরপুর ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান শামীম আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদীন জামাল, প্রতিনিধি কাজল আহমদ, সমাজকর্মী মডেল আক্তার হোসেন, ফয়সল আহমদ ও রায়হান আহমদ।

খাবার বিতরণকালে আয়ারল্যান্ড প্রবাসী ড. আব্দুল মুছাব্বির বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।