লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে ত্রান সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরন করা হয়েছে।
সোমবার (২০ জুন/২২) লাখাইর ১ নম্বর লাখাই ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, লবন, মসলা, চিনি এবং শুকনো খাবার হিসেবে চিড়া বিতরন করা হয়।
ত্রান বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ ত্রান সামগ্রী পাঠিয়েছেন। প্রয়োজন অনুযায়ী ত্রান দেওয়া হবে। ত্রানের কোন সংকট নেই।
হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ এর সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর সার্বিক সহযোগীতা ও নির্দশনায় বন্যার্তদের সামগ্রী বিতরন এবং বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
এরপূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন লাখাই ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকা সুজনপুর, শিবপুরসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গতদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর, লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরুফ আহমেদ রুপন, সাংবাদিক এমএ ওয়াহেদ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।