বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৫ জন গরু চোরকে গ্রেফতার করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের কুন্ডুরপাড় নামক স্থান থেকে একটি গরুর বাছুর চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী আপন দুইভাই সহ তিন চোরকে আটক করে।
পরবর্তীতে একই ঘটনায় অন্য দুইচোর সহ বানিয়াচং থানা পুলিশ ৫ চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মিন্টু মিয়া (৩২) ও সজীব মিয়া (২৪) পিতা নুরুল ইসলাম গ্রাম ভাদাউড়ি। এরা দুজন আপন ভাই। গ্রেফতারকৃত অন্যরা হলেন শাহজাহান (২০), শামায়ূন (২২), মোফাজ্জল মিয়া (২৬)।
ঘটনার সত্যতা স্বীকার করে এসআই সাদ্দাম হোসেন জানান, মিন্টু ও সজীব আপন দুই ভাই। এদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।