হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের কার্যলয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ ও বাস্তবায়ন কমিটির আয়োজনে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।
উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ শর্মা সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, নতুন ব্রীজ আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, মুহিন শিপন, সুমন দাশ, মিন্টু মিয়া প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ শর্মা বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে উপজেলায় চাহিদা ১ হাজার ৫৭০ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ৫০৫ মেট্রিক টন মাছ। প্রয়োজনের তুলনায় উপজেলায় এখন ও ১ হাজার ৬৫ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি পুকুর আছে ১৬ টি এবং বেসরকারি পুকুর আছে ৮২৪ টি।