দিলোয়ার হোসাইন: বাংলাদেশ আওয়ামীলীগের আগস্ট মাসের দলীয় কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, গোলাম কিবরিয়া, শাহজাহান মিয়া, শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম, আসাদুর রহমান খান, সাজ্জাদুর রহমান খান, জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান উদ্দিন, আমীর হোসেন, তৈয়ব আলী,শাহ শওকত আরেফিন সেলিম, শাহজাহান মিয়া, সাজিদুর রহমান তালুকদার, নানু মিয়া,নজরুল খান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, মাহফুজুর রহমান, ফারুক চৌধুরী, হারুন মিয়া, শেখ হাবিবুল হক,মলাই মিয়া,বিশ্বজিৎ, ঝন্টু দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী,সাহেদ আলী মাষ্টার, আক্তার হোসেন, যুবলীগ নেতা আজমল হোসেন খান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ আগস্ট, ১৫ আগস্ট, ১৭ আগস্ট, ১৮ আগস্ট, ২১ আগস্টে বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা আওয়ামী লীগ।
এছাড়া ১৫ টি ইউনিয়নের সবক’টি ইউনিয়ন আওয়ামী লীগ ১৫ আগস্টের পর আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল করবে।