জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মানবিক হবিগঞ্জের পক্ষ থেকে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

সামাজিক সংগঠন “মানবিক হবিগঞ্জ” পক্ষ থেকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাগা ইউনিয়নের এতিমগঞ্জ গ্রামের তানভীরুল ইসলাম নামের এক প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

গত শনিবার দুপুরে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে “মানবিক হবিগঞ্জ” সংগঠনের উপদেষ্টা সিলেট হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ করিম আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী তানভীরুলকে হুইল চেয়ারটি প্রদান করেন৷

এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক হবিগঞ্জ সংগঠনের সহ সাধারণ সম্পাদক’ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক’ কাজল আহমেদ, ১ নং বাগা ইউনিয়নের মেম্বার শামিম আহমেদ, সদস্য কাওসার আহমেদ জসীম ও সেনাবাহিনীর সদস্য আবু তাহের খান প্রমূখ৷

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ করিম মানবিক হবিগঞ্জের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিলেটের প্রতিবন্ধীর পাশে দাড়ানোর জন্য৷