হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩৩০ মেগাওয়াট শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ থাকায় ঘন ঘন লোডশেডিংয়ে ভুগছেন জেলা বাসী ।
সংশ্লিষ্টরা বলছেন , বিদ্যুৎ কেন্দ্রটি সংস্কারে ১শ কোটি টাকা প্রয়োজন ।
জানা যায় , ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে চালু হয় ৩৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রটি । উদ্ভোদন হয় ২০১৭ সালের ১ মার্চ । গ্যাস থেকে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় । দুটি গ্যাস টারবাইন ও একটি স্টিম টারবাইন । এ দুটি গ্যাস টারবাইনের সাহায্যে ১১০ মেগাওয়াট করে উৎপাদন হয় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ । বাকি ১১০ মেগাওয়াট স্টিম টারবাইনের মাধ্যমে উৎপাদন হয় । ২০২২ সালের ২৯ মে আগুন লেগে ৩টি ট্রান্স ফরমার পুড়ে যায় । এরপর থেকেই এটি বিকল অবস্থায় পড়ে আছে । এ গুলো সংস্কার করে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে প্রায় একশত কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
স্হানীয় এক ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দিন এ প্রতিনিধিকে বলেন , আমরা নিয়মিত ভাবে মাসিক বিদ্যুৎ বিল দিচ্ছি কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না । দিবারাত্রি অনেক সময় বিদ্যুৎ যাচ্ছে । ব্যবসাকরতে পারছি না । সন্তানরা ও লেখা – পড়া করতে পারছে না ।
শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরশহরে ইজিবাইক টমটম চালক রফিক মিয়া বলেন , হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিদ্যুৎ এনে ব্যবহার করি কিন্তু লোডশেডিং এর কারণে রাতে ঠিকমতো ইজিবাইক চার্জ দিতে পারিনা । ফলে দিনে বেশক্ষণ ইজিবাইক টমটম চালানো যায় না । লাল চান্দ চা বাগানের নাম প্রকাশেঅনিচ্ছুক এক টিলা বাবু বলেন , পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং কারণে চা কারখানা অনেক চাপাতা ক্ষতি সাধন হচ্ছে এবং অন্যদিকে মেশিন চলন্ত অবস্থা য় অনেক ক্ষতি সাধন হলেও বলার কিছু নেই ।
শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকার আকবর আলী বলেন , হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা বিদ্যুৎ লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ । লোডশেডিং কারণে শিশু ও বয়স্কদের খুব সমস্যা হচ্ছে । এমনকি লোডশেডিং কারণে ইলেকট্রনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি বহু ক্ষতি সাধন হয়েছে । অথচ এ জেলা অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে । ব্যবসা বানিজ্য মারাত্মক ভাবে ক্ষতি সাধন হচ্ছে ।
বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্রে জানায় , এটি সংস্কার করতে ১শ কোটি টাকার মতো ব্যয় হবে । চালু হলে ২- ৩ মাসের মধ্যেই এ টাকা উঠে আসবে । এ বিষয়ে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফি উদ্দিন আহমেদ এ প্রতিনিধিকে বলেন , ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সংস্কার কাজ প্রক্রিঅধীন ।