হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা -২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ২৭ আগস্ট ) বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং হবিগঞ্জ এসেড এর আয়োজনে এই বিদ্যালয় ভিওিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অত্র বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক মোঃ আজহারুল হোসাইন এর সভাপতিত্বে ও হবিগঞ্জ এসেড প্রকল্পের সমন্বয়কারী মোঃ দুলাল মিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহাম্মদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এসেড এর প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম , শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক এস এম সি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ।
উপস্হাপন করেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ সোয়েব , পরিদর্শনে অন্যান্যদের মাঝে ছিলেন শিক্ষিকা শামীমা আক্তার , মোঃ সাজ্জাত মিয়া সাজু , হালিমা খাতুন , আলী হায়দার সেলিম ।
বক্তব্য শুরুর পূর্বে প্রধান অতিথি , বিশেষ অতিথি , হবিগঞ্জ এসেড প্রকল্প কর্ম কর্তা , বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন ।
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের নিজের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে এবং যৌথভাবে প্রথম নবম শ্রেণির তানজিনা আক্তার প্রজেক্টে – পানিতে পেট্রোল ব্যবহার করে গ্যাস তৈরি করে দেখানো হয় । দ্বিতীয় সামিয়া আক্তার ও তার গ্রুপ সপ্তম শ্রেণীর প্রজেক্টে – আধুনিক স্কুল ও স্বাস্থ্যসেবা । তৃতীয় ষষ্ঠ শ্রেণীর হাসি আক্তার ও তারদলের প্রজেক্টে – বায়ু বিদ্যুৎ কেন্দ্র ।
প্রধান অতিথি সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ বিজ্ঞান শিক্ষার্থী উদ্দেশ্যে বলেন , বিদ্যালয়ে বিজ্ঞান মেলা আয়োজন করায় উচ্ছাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা । এধরণের বিজ্ঞান মেলা অনেক কিছু জানতে সাহায্য করে । পরে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং শেষ বিজ্ঞান মেলা ।