হবিগঞ্জের মাধবপুরে এক নিরহ পরিবারের-সম্পত্তি জরবদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নিজ নামে ভূমির হালনাগাদ সকল কাগজপত্র থাকার পরও ওই ভূমির প্রতিবেশী দুটি পরিবারের দূধর্ষ যুবকেরা প্রকৃত মালিককে ভূমিতে প্রবেশ করতে দিচ্ছে না। ভূমি ও নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়রি করেছেভুক্তভোগী পরিবারটি ।
গত ২৬ আগষ্ট শনিবার উপজেলার বুল্লা গ্রামের অমরেন্দ্র রায়’র পুত্র অজয় রায় মাধবপুর থানায় জানমালের নিরাপত্তা চেয়ে ১৯২২ নং সাধারন ডায়রি (জিডি) করেন।
থানায় দাখিলকৃত অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, বুল্লা ইউনিয়নের বাসিন্দা স্বর্গীয় আনন্দ মোহন রায়’র পুত্র অমরেন্দ্র রায় (৭৯)’র ১১৩ শতাংশ আমন রকম ভূমি জগদীশপুর ইউনিয়নের বেজুড়া মৌজায় অবস্থিত। জেএল ৩৫, খতিয়ান নং ১২৬২, দাগ নং ১০৬৬৪, ভূমিটি অমরেন্দ্র রায় বিএস পর্চা, নামজারিসহ যাবতীয় কাজপত্রে মালিক ও দখলকার। উল্লেখিত পরিমান ভূমি বিগত ৫০ বছরেরও উর্ধ্ব সময় ধরে বেজুড়া গ্রামের লোকজনের মাধ্যমে (বর্গা চাষি) ফসল ফলাইয়া আসছে।
উক্ত ভূমিটিতে কুদৃষ্টি পড়ে ভূমিখেকোদের। গত ২২ জুলাই সকালে ওই জমির পাশ্ববর্তি বাসিন্দা বেজুড়া গ্রামের মৃত আশু মিয়ার ছেলে শাহেদুর (২৮), মুখলেছ মিয়া (৩২) তাদের চাচাতো ভাই হাবিবুর রহমান (২৭) মিজান মিয়া (২১) লাটি শোটা নিয় ওই জমিতে জোরপূর্বক হালচাষ করে। খবর পেয়ে জমির মালিক অমরেন্দ্র রায় গিয়ে জবরদখলকারীদের বাধা দিলে তারা সত্তোরর্ধ্ব অমরেন্দ্র রায়কে মারপিট করতে উদ্দ্যত হয় এবং হত্যার হুমকি দেয়।
জরবদখলকারীদের হিংস্র আচরনে প্রাণভয়ে পালিয়ে এসে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে গেলে জরবদখলকারীরা পালিয়ে যায়।
গত ২৬ আগষ্ট শনিবার বয়োবৃদ্ধ অমরেন্দ্র রায় ও তার বড় ছেলে অজয় রায় বিকাল সাড়ে ৩টার দিকে তাদের জমিতে গেলে জরবদখলকারী শাহেদুর মিয়া, হাবিবুর রহমান, মুখলেছ ও মিজান মিলে হুমকি দিয়ে পিতাপুত্রকে জমির পাশ থেকে তাড়িয়ে দেয় এবং ৩০ লাখ টাকা না দেওয়া পর্যন্ত জমির আশ পাশে আসলে গলা কেটে হত্যা করার হুমকি দিয়েছে বলে অজয় রায় জানিয়েছে। প্রাণে বেঁচে এসে অজয় রায় থানায় জিডি এন্ট্রি করে।
দাখিলকৃত অভিযোগ ও সাধারন ডায়রির তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার সাহা জানান, উভয় পক্ষকে ডেকে কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিক তদন্তে জমির মালিকানার স্বপক্ষে বাদী পক্ষ সঠিক আছে। বিবাদী পক্ষটি পাওয়ার অব এর্টনির নিয়ে জমিতে গিয়েছে মুখে বললেও কোন কাজগপত্র দেখাতে পারে নি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পরবর্তি আইনি ব্যবস্থা নেওয়া হবে।