জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ২০ মন লোহার পাত চুরির সময় জনতার হাতে আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন জংশন এলাকায় রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী ( পূর্ত ) বিভাগের তালা খুলে ভেতর থেকে রাতের আধারে ৪শ গজ দূরবর্তী রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী ( পথ ) বিভাগের কর্মকর্তা – কর্মচারী যোগসাজশে শ্রমিক নিয়ে প্রায় ২০ মন ওজনের ১০ টি লোহার পাত বান্ডিল পাচার করে নেওয়ার সময় স্থানীয় জনতা সন্দেহ মুলুক আটক করে ছেড়ে দেয় ।

এ ঘটনা টি ঘটে শুক্রবার ছুটির দিন দিবাগত রাত ১০ টায় ।

এ ঘটনা রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলীকে অবগত করলে তিনি একদল পুলিশ নিয়ে এসে ঘটনাস্থলে এসে এ দৃশ্য দেখে ।

স্থানীয় জনতা পুলিশকে জিজ্ঞাসা করলে আইডব্লিউ অফিস থেকে মালামাল নেওয়ার বিষয় কিছু জানেন না । জনতা পিডব্লিউ (পথ) বিভাগের কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ জিজ্ঞাসা করলে জনতা সাথে অনেক্ষন তর্ক বিতর্ক পরে জনতা কাছে ভুল হয়েছে রাতের বেলা অফিস থেকে মালামাল নেওয়া বিষয়ে ক্ষমা চেয়েছে । পিডব্লিউ ( পথ ) কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ বলেন , স্টেশন মাস্টারকে অবগত করা হয়েছে। সকালে রেলের ব্রীজে কাজ করবে রেল শ্রমিকরা ।

এ জন্যে আইডব্লিউ ( পূর্ত ) অফিসে লোহার পাত মালামাল রাখা হয়েছিল কিন্তু এ বিষয়ে রেলের লোহার মালামাল রাতে নেওয়ার রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বলা হয়নি ।

শায়েস্তাগঞ্জে রাতের বেলা চেতনা নাশক স্পে মেরে চুরি হচ্ছে কিন্তু পুলিশ ও জনতা আতংক বিরাজ করছে ।