হবিগঞ্জে ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান STUDY POINT উদ্বোধন
হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড এলাকায় এস টি সেন্টারের নীচতলায় ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান ‘স্টাডি পয়েন্টের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাডি পয়েন্টের কর্তৃপক্ষ বিভিন্ন সেবা সম্পর্কে জানান, স্টাডি পয়েন্টে রয়েছে -IELTS AC, IELTS Gt, SPOKEN ENGLISH, Kid’s English, Mock test, Language Club.এছাড়াও ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি প্রাইভেট ব্যাচে ৮ জন স্টুডেন্ট এবং রেগুলার ব্যাচে ১২ জন স্টুডেন্টের বেশি নেওয়া হয় না।
তাছাড়া এ প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ প্রশিক্ষক। সর্বোপরি স্টাডি পয়েন্টের কর্তৃপক্ষ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
যোগাযোগঃ ০১৭১১৬৬৪৩৯৭।