জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ইমামের উপর সন্ত্রাসী হামলা

হবিগঞ্জ শহরের এক মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন খানকে মারধর করেছে একদল যুবক।

গতকাল রোববার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি শহরে ছড়িয়ে পড়লে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাসির উদ্দিন খান শহরতলীর জঙ্গল বহুলা জামে মসজিদের পেশ ইমাম। এ ঘটনায় গতকাল রাতেই তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, গত ২৮ সেপ্টেম্বর শহরে ইদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনের মিছিল অনুষ্ঠিত হয়। এতে কোর্ট মসজিদের সামনে শহরের হরিপুর ও ইনাতাবাদে দু’ পক্ষের কয়েকজন যুবক মারামারিতে লিপ্ত হয়।

বিষয়টি দেখতে পেয়ে জঙ্গল বহুলা জামে মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন খান তাদের শান্ত করেন। পরে নাসির উদ্দিন ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর ওই যুবকরা আবারও মারামারিতে জড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় নাসির উদ্দিন খান ইনাতাবাদের যুবকদের পক্ষ নিয়েছেন বলে দাবী করে হরিপুরের যুবকরা।

এর জের ধরে তারা গতকাল রাত ৮ টায় শহরের স্টাফ কোয়ার্টার স্কুলের সামনে লাঠিসোটা নিয়ে হরিপুরের যুবকরা নাসির উদ্দিন খানের উপর হামলা চালায়।

এ সময় ইনাতাবাদের কয়েকজন যুবক তাদেরকে পাকড়াও করে। এতে উত্তর শ্যামলী এলাকায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় নাসির উদ্দিন খানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

এ ব্যাপারে মাওলানা নাসির উদ্দিন খান জানান, হঠাৎ করে হরিপুর এলাকার কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে।

আমি এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছি’।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘মসজিদের ইমামকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।