জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে উবাহাটা গ্রামে জলাশয় পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে ।

মৃত রবিউল হাঁস নাইন নিয়াদ (২) শিশুটি উবাহাটা গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী মোঃ রেদোয়ান ইসলাম মুন্না মিয়ার ছেলে ।

পরিবার সূত্রে জানা যায় , মঙ্গলবার ( ১০ অক্টোবর ) দুপুরে উবাহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে । পরিবার নিয়াদকে অনেক খুঁজা খুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশে একটি জলাশয় পানি থেকে শিশুটি ভাসমান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে দায়িত্ব কর্মরত চিকিৎসক নিয়াদকে মৃত ঘোষণা করেন ।

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, পরিবারের অগোচরে শিশুটি জলাশয় পানিতে পড়ে যায় । এতে শিশুটি মৃত্যু হয়েছে ।