হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশারফ হোসেন ফাউন্ডেন এর উদ্ধোগে ও অপরোপা বালিকা উচ্ছ বিদ্যায়তনের আয়োজনে ২০২৩ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বহরা ইউনিয়নের ৭ জন শিক্ষার্থীকে সম্নাননা সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয় সভা কক্ষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বাহার এর সভাপতিত্তে ও শিক্ষক আমিনুর রহমান সোহাগ এর পরিচালনায়ন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বহরা ইউপি চেয়ারম্যান মোঃ* আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,চৌমুহনি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,মনতলা উচ্চ বিদ্যুালয়ের এমসি সভাপতি ডাঃ হরিশ চন্দ্র দেব,সাংবাদিক কাউছার আহমদ,, আবুল হোসেন সবুজ, জালাল উদ্দিন লস্কর শাহিন,সমাজ সেবক আমজাদ আলী শাহিন,আল মাসুদ লোকমান সাবেক মেম্বার গোলাফ খান,সৈয়দ মোঃ শাহনেওয়াজ প্রমোখ।
অনুষ্টানে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সৈয়দ মোশারফ হোসেন আমেরিকা থেকে মোবাইলে বক্তব্য প্রচার করেন।
এতে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্টনে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মুফতি মাউলানা আবু ইউছুফ। পরে কৃতি শিক্ষার্থী দেরকে সন্মাননা সনদ ও বৃত্তির টাকা তুলে দেন অতিথিবৃন্দ।