জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে গাঁজা সহ নারী আটক 

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা কারবারি  নারী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো মোছাঃ আনার কলি, মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ রুমা আক্তার, সাদেক মিয়া ও কাজল মিয়া।
লাখাই থানা সুত্রে জানা যায় , লাখাই থানার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক ভজন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)  সন্ধা ৭ টায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উত্তরে নৌকা ঘাট এলাকা থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার লক্ষীপুর (তাতারী) গ্রামের আব্বাস মিয়ার মেয়ে আনার কলি (৩৮) ভৈরবপুর গ্রামের পিতামৃত আবদুল খালের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)  কে ২ কেজি গাঁজা সহ আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং ২০ অক্টোবর শুক্রবার  থানায় সোপর্দ করে।
গাঁজার মূল্য ৪০ হাজার টাকা।
আটক কৃত গাঁজা কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)  দিবাগত রাতে ভরপুর্নী গ্রামের বাছির আহমেদ প্রকাশ তানভীর মিয়ার স্ত্রী মোছাঃ রুমা আক্তার কে গ্রপ্তার করে এবং শুক্রবার (২০ অক্টোবর)  বেলা ১১টায় পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি পূর্ব গ্রাম থেকে সন্দেহভাজন আসামী মনু মিয়ার ছেলে সাদেক মিয়া (২৪) ও মৃত গেদু মিয়ার ছেলে মোঃ কাজল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আসামীদের কে শুক্রবার (২০ অক্টোবর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামীদের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।