বিল্লাল আহমেদ: ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে লাখাই উপজেলার ইসলামী সংগ্রাম পরিষদের ও উলামায়ে কেরামের নেতৃত্বে
দখলদার ইহুদিবাদী ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনে মুসলমান নারী পুরুষ, শিশু ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে ইসলামী সংগ্রাম পরিষদ লাখাই উপজেলা শাখার উদ্যেগে শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় লাখাই উপজেলার আলেম, মাদ্রাসার ছাত্র, দ্বীনদার মুসলমান ও তৌহিদ জনতা লাখাই উপজেলার ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসায় বিক্ষোভ মিছিল সহকারপ একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্ব এক সভায় ইসলামী সংগ্রাম পরিষদের আমীর মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা আলী আজম তালুকদারের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাই, মাওলানা ফায়জুল করীম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খায়ের উদ্দিন তালুকদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসেন চৌধুরী মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মিছবাহ উদ্দীন, এম এ ওয়াহেদ সহ লাখাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ।
পথ সভা শেষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি লাখাই উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে বামৈ উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল শেষে ইসলামী সংগ্রাম পরিষদের আমীর মাওলানা তাজুল ইসলাম এর দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও প্রতিবাদে ইসরায়েলকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়ইলি পণ্য ব্যবহার ও ক্রয় করার বয়কটের ঘোষণা করেন।