জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জেলা মহিলা দলের সভাপতি সহ ৩ নারী নেত্রীকে আটক

নাশকতা চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি , সাধারণ সম্পাদক সহ ৩ নারী নেত্রীকে আটক করেছে থানা পুলিশ ।

আজ সোমবার (১৩ নভেম্বর ) সকালে হবিগঞ্জ পৌর শহরে নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ।

আটককৃতরা হলেন – হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন , সাধারণ সম্পাদক লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার । পুলিশ জানায় , বিএনপি ও সমমনা দল গুলোর দেয়া অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন সহ একদল মহিলা নেত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে ।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ নারীকে আটক করে থানায় নিয়ে যায় । হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন , নাশকতার চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে । তাদের নামে একাধিক মামলা রয়েছে । বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় ।