জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এর ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৪টি আসনে মোট ২১ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ৬ নেতা। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী), সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আবদুল মুকিত চৌধুরী ও শেখ মো. সাজু মিয়া।
হবিগঞ্জ-২: আসনে বর্তমান সংসদ সদস্য মো. আবদুল মজিদ খানের সাথে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা মর্তুজা হাসান, আহাদ মিয়া, আমির হোসেন, এনামুল হক ও মো. সাদিকুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ-৩: আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন মোল্লা ও আবুল হাসেম মোল্লা।
হবিগঞ্জ-৪: আসনে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী। একই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন), আওয়ামী লীগ নেতা মো. আকবর  হোসেইন, নিজামুল হক, মো. জাকির হোসেন চৌধুরী ও এস এম এন ইসলাম মুনির।