বিল্লাল আহমেদ: বহু অপকর্মের হোতা বহু নারীর
ধর্ষনকারী বিয়ে পাগল মাসুমের অত্যাচার বিবাহিত স্ত্রীকে যৌতুকের দাবিতে পিটিয়ে দুই সন্তান সহ তার পিত্রালয় পাঠিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এক অসহায় নারীর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে আইনগতভাবে স্বীকৃতি পেলেও সামাজিকভাবে প্রথমে স্বীকৃতি পেলেও অন্য নারীর লোভে পড়ে প্রথম স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে ও আরো দুই নারীর ইজ্জত নষ্ট করে বলে অভিযোগ দায়ের করেন প্রথম স্ত্রীর মাতা কুলসুমা বেগম বিগত ৭ আগস্ট ২০২২ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, ২০১৫ সালে জেরুন্ডা মানপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে পপি বেগম কে জোরপূর্বক দর্শন করেন ২০১৬ সালে একই গ্রামের আবুল কালামের মেয়ে সাবিকা খাতুন পিপাসাকে জোরপূর্বক ধর্ষন করেন, অপরদিকে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে একই গ্রামের হেলাল মিয়ার মেয়ে জান্নাত বেগমকে ৩ অক্টোবর ২০২২ জান্নাত নামে এক মেয়ে মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এর প্রেক্ষিতে শিশু নারী নির্যাতন দমন আইনে ২০২২ সালে সিনিয়ার মামলা নং ৮৫/২২ একটি মামলা দায়ের করেন প্রথম স্ত্রী সাথী আক্তার স্মৃতি।
সে লাখাই উপজেলার মানপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়া মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মাসুম এর সহিত একই উপজেলার গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ের সাথে ২০১৪ সালে সাথে ভালোবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহের পর থেকে সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন তাদের কোলজুরে ফুটফুটে দুটি সন্তান জন্ম নেয়।
হঠাৎ করে স্মৃতির স্বামী স্মৃতির কাছে ব্যবসা দেওয়ার নাম করে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করলে সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপরে অমানুষিক নির্যাতন সহ বিভিন্ন ভাবে তার শাশুড়ি ননদ স্বামী সহ নির্যাতন করে আসছে নিরুপায় হয়ে সে মামলা দায়ের করেন।
সাথী একটা স্মৃতি পারিবারিক আদালতে গত বছরের ৮ ই আগস্ট ২০২২ ইংরেজি তারিখে পারিবারিক মুকাদ্দমা দায়ের করা হলে দীর্ঘ সময় শুনানের শেষে গত ৬ই জুন ২০২৩ ইংরেজি সালে ডিগ্রি প্রদান করেন বাঁধিনি দেনমোহর ভরণ পোষণ নাবালক সন্তানদের ভরণপোষণ সহ মোট ৫ লক্ষ ৮৭২৫০ টাকা রায় প্রদান করেন অত্র আদালত।
এর মধ্যে দেনমোহর বাবদ ২ লক্ষ ৫০হাজার টাকা বকেয়া ভরণপোষণ সহ ১২ই জুন ২০০০ হতে ২৮ মে ২০২০ পর্যন্ত প্রতিমাসে সাড়ে তিন হাজার টাকা করে মোট ১ লক্ষ ২৪ হাজার ২৫০ টাকা বাঁধিনীর ভরণপোষণ বাবদ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় অপরদিকে২/৩নং বাদি নাবালক সন্তানদের বকেয়া ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৬০০০ টাকা করে ৩৫.৫ মাসে ২ লক্ষ ১৩ হাজার টাকা প্রাপ্ত হবেন।
১ নং বাঁধিনির বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা পর্যন্ত প্রতিমাসে সাড়ে তিন হাজার টাকা ও সন্তানদের ছয় হাজার টাকা কোরপোষ প্রাপ্ত হবেন যা প্রতি বছর ১০% হারে বৃদ্ধি পাবে।
বিবাদী মোঃ আব্দুল্লাহ আল মাসুমকে আগামী ৯০ দিনের মধ্যে নির্দেশনা দেওয়ার থাকলেও সে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আরো তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে তার ভয়ে এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে।
বাঁধনি ১২ই জুন ২০২০ ২৯ শে জ্যৈষ্ঠ ১৪২৭ বাংলা তারিখ হইতে ১ নং বাঁদীনি ও বাঁদীনির গর্ভে বিবাদীর ওরস জাত সন্তান ২-৩ নং নাবালক ১ নং বাদিনীর পিত্রালয়ে তাড়াইয়া দেওয়ার পর হইতে তৎ পরবর্তী ভিন্ন ভিন্ন তারিখে নালিশের কারণ অত্রআদালতের উপস্থাপন করা হলে অত্র আদালত বিষয়টি আমলে নিয়ে উপর উল্লেখিত রায় প্রদান করেন কিন্তু বাদী আদালতের রায়কে অমান্য করে আসছে অদ্যবধি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়টি আমলে নিয়ে আইন আনুক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ধর্ষণ কারী ও বহু বিবাহের হোতা আব্দুল্লাহ আল মাসুম এর সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাঁদীনি সাথী আক্তার স্মৃতির সাথে আলাপ হলে তিনি জানান, বিয়ের পর কিছুদিন গেছিল এর মধ্যে আমার একটি কন্যা সন্তানের একটি পুত্র সন্তান রয়েছে যৌতুকের জন্য আমাকে নির্যাতন করে আমার স্বামী শাশুড়ি ও ননদ সহ সবার নির্যাতনের জন্য ফলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বর্তমানে আমি আমার মায়ের সাথে রয়েছি আমার স্বামী আমার কোন খোঁজ খবর তো নেন না দুটি সন্তানের খবর নেয় না তাই আমি আমার বিচার চাই এবং আদালতের রায়ের বাস্তবায়ন চাই।