নতুন প্রজন্মকে সম্পদে পরিণত করতে যুগোপযোগী শিক্ষা দানের আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল সংসদ সদস্যের বাসভবনে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জের নেতৃবৃন্দের প্রতি তিনি এই আহবান জানান।
হবিগঞ্জে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণ হচ্ছে জানিয়ে এমপি আবু জাহির বলেন, ‘এ প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তানরা যে শিক্ষা পাবে তা কাজে লাগিয়ে নিজের পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে করতে পারবে।’
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছেন সেগুলোর সুবিধা ভোগ করতে তরুণ প্রজন্মকে পড়াশোনায় আগ্রহী হওয়ার জন্য বলেছেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জের সভাপতি এখলাছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ জানে আলম।
বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান শামীম, কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জের সহ সাধারণ সম্পাদক আফজাল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদস্য হাফেজ মাওলানা মামুনুল হক, রাজ আহমেদ, মামুন আল সালেহ প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্য এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।