বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় আলোচনা সভায় কে এম আব্দুস শাহেদ এর সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, লাখাই থানার পুলিশের প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তাগন শহীদ বুদ্ধি জীবিদের রুহের মাগফেরাত কামনা করে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রূপালী দাশ।