হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে অলিপুর এলাকায় তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সন্ধার পর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলার অলিপুর শিল্প এলাকায় বাজার ও দোকান গুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় ।
এ-সময় বাজারে ও দোকান গুলোতে পেঁয়াজ অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় তিন দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিটি দোকানকে ২ হাজার করে সর্ব মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ সময় তিনি ব্যবসায়ী মালিককের উদ্দেশ্যে করতে বলেন , সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত পাইকারি ও খুচরা মূল্যে যেন প্রতিটি ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করে এবং দ্রব্য মূল্য বিক্রি তালিকা টাঙানো থাকতে হবে । সেজন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেন ।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টিট নাহিদ ভূইয়া ।
এ-সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন থানার পুলিশ সদস্য বৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারী বৃন্দ । জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন ।