হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির আওতায় ৮২টি প্রকল্পে ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গত দু’দিনে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
আজ দুপুরে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) নির্বাচনী এলাকাভিত্তিক ২য় পর্যায়ের ১৩টি প্রকল্পে ৮ লাখ টাকার চেক বিতরণ করেন।
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৯টি প্রকল্পে আরও ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূইয়া।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মেয়র এমএফ আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে টিআর কর্মসূচির মাধ্যমে পাওয়া সরকারি অর্থ সকল উন্নয়ন প্রকল্পে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া দেশবাসীকে আরেকটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে এমপি আবু জাহির উপজেলা প্রশাসন ভবনের সামনে পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চতুর্থবার নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদের পক্ষেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সংসদ সদস্য এর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে কলেজে আয়োজিত বিজ্ঞান ও হস্তশিল্প মেলা পরিদর্শন করেন।