আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । নির্বাচনে ভোটার হতে এবং প্রশাসক বা অন্যান্য সদস্যদের পদ থেকে পদ ত্যাগের বিষয় নিয়ে জেলা পরিষদের আইন ২০০০ ধারা ৬ (২)(চ) ও ২০০০ এর ধারা ১৭ (১)কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন হবিগঞ্জ জেলা পরিষদের ২ নং ওয়ার্ড ( হবিগঞ্জ সদর – লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা) সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ শাম্মী আক্তার সুমি । তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামের মোঃ সাব্বির আহমেদ এর মেয়ে ।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শাম্মী আক্তার সুমির স্বামী প্রবীন নেতা মোঃ আবু লাল মিয়া পিটিশনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ সরকারকে বাদী করে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্ট ( বিশেষ মূল বিচার বিভাগ ) এই রিট পিটিশন করেন শাম্মী আক্তার সুমি । যার রিট পিটিশন নম্বর – ১১৩৫/২০২৪।
তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এর গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশনে শুনানির পর বিচারপতি কাজী জিনাত হক আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন স্থগিত রাখতে আদেশ প্রদান করেন ।