জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে কৃষক কৃষানীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিল্লাল আহমেদ: হবিগঞ্জ লাখাই উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ফ্লাড রিকন্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যাটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় এক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।

৭ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মিলানায়তনে ফ্রিপ এর আওতায় কৃষক কৃষাণীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে খামারবাড়ি হবিগঞ্জের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে অবগত করেন এবং আগাম বন্যার হাত থেকে কিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেদিকে আমরা সচেতন হয়ে এই গ্রুপের মাধ্যমে আমাদের আগাম ফসল উৎপাদনের যে কৌশল গুলো অবলম্বন করতে হবে সে বিষয়ে বিশদ আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের কে তাদের প্রতিটি গ্রুপের সদস্যদের সমন্বয়ের মাধ্যমে সমস্যার সম্ভাবনা নিয়ে প্রতি মাসে মিটিংসহ একে অপরের সমস্যা নিরসনে কাজ করতে হবে।

আলোচনায় অংশগ্রহণ করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
প্রশিক্ষণে বুল্লা ইউনিয়নের ৩টি গ্রুপ ও মুড়িয়াউক ইউনিয়নের একটি গ্রুপের মধ্যে হতে ৬০ জন অংশগ্রহণ করেন প্রতিটি গ্রুপ থেকে১৫ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন।