সাইফুল ইসলাম সিয়াম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে ২০২৩ সনের এসএসসি পরিক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি অর্জন করে।
বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর এক আদেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে সংযুক্ত তালিকায় সাধারণ গ্রেডে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করেছে।
সিয়াম উপজেলার চৌমুহনী ইউনিয়ন এর বেলাপুর গ্রামের আমিন মোঃ সিরাজুল ইসলাম ও গৃহিণী সামছুন্নাহার ফিরোজা’র প্রথম পুত্র। সে সকলের দোয়া প্রার্থী।