বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলূম (যশকেশরী মাদরাসা) কাঙ্খিত ফলাফল অর্জন করেছে। মেধাতালিকার শীর্ষে ৮২তম স্থান অর্জনসহ সানাবিয়া উলইয়া (একাদশ) জামাতে জায়্যিদ ১টি, মকবুল ১টি পেয়েছে। পাশের হার ১০০%। মুতাওয়াসসিতাহ (৭ম) জামাতে মুমতাজ ২টি, জায়্যিদজিদ্দান ৩টি, জায়্যিদ ৪টি পেয়েছে। পাশের হার ইবতিদাইয়্যাহ (৫ম) জামাতে মেধাস্থানসহ মুমতাজ ১টি, জায়্যিদজিদ্দান ৫টি, জায়্যিদ ৩টি, মকবুল ২টি পেয়েছে। পাশের হার ৯২%।মেধাস্থান অধিকারকারী পরীক্ষার্থী মিনহাজ উদ্দিন । প্রাপ্ত নম্বর ৫১৩ গড় ৮৫.৫। হিফজুল কুরআনে মকবুল ৪টি পেয়েছে। পাশের হার ১০০%। গড় পাশের হার ৯৮%।
১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের এ ফলাফলে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসার মুহতামিম আবদুল জলীল ইউসুফী ও শিক্ষাসচিব আ.শ.ম নজরুল ইসলাম কিতাব বিভাগের পরীক্ষার্থী, শিক্ষকমন্ডলী,অভিভাবকসহ সকল সুধীদের আন্তরিক অভিবাদন জানান।