জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এক নজরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটরসাইকেল প্রতীক)।

২০১৯ সালে নির্বাচনে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত ৯ টায় বেসরকারি ভাবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ উসমান গনি ।

এ ফলাফল ঘোষণা অনুযায়ী মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ৩শ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭শ ৫৯ ভোট , ব্যবসায়ী মোঃ সুরুজ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ১১ ভোট , উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এবং লন্ডন প্রবাসী রকিব আহম্মেদ দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৬৭ ভোট । তবে ৩ হাজার ৫শ ৪১ বেশি ভোট পেয়ে আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন । অপর দিকে ভাইস চেয়ারম্যান হিসেবে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী রুস্তম টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিক মিয়া খন্দকার সরদার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫শ ৮৮ ভোট ।

এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১শ ৯৪ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২ শ ৪৮ ভোট ।

উল্লেখ্য , ২০১৭ সালে ২০ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে ৪৯২ তম উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং ১ টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠিত হয় । বর্তমানে উপজেলায় মোট ভোটার ৫৫ হাজার ৬ শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫ শ ৩২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ১শ ৪৭ জন ।