৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:১৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জি কে গউছকে ছুরিকাঘাত করায় আসামী ইলিয়াস ওরফে ছোটনকে মৃত্যু দন্ড রায়

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার টানা তিন বারের মেয়র আলহাজ্ব জি কে গউছকে কারাগারে অভ্যন্তরে ছুরিকাঘাতের মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার হত্যা মামলা আসামী ইলিয়াস মিয়া ওরফে ছোটনকে অন্য আরেকটি হত্যা মামলায় মৃত্যু দন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আজিজুল হক আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকরের এ আদেশ দেন ।

একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেওয়া হয়। আদালতের পেশকার বাবুল আহমেদ হত্যা মামলা বরাত দিয়ে জানান , মোঃ ইলিয়াস ওরফে ছোটন ২০১১ সালে ১৬ এপ্রিল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অটোরিকশা সিএনজি চালক আবদুল্লাহ মিয়াকে চুনারুঘাটে আসামপাড়া থেকে অটোরিকশা সিএনজি ভাড়া নিয়ে ঝগড়া জেরে ছুরিকাঘাত করে।

খুন হওয়া অটোরিকশা সিএনজি চালক আবদুল্লাহ বাহুবল উপজেলার ইসলামবাগ গ্রামের বাসিন্দা ছিলেন ।নিহত সিএনজি চালকের ভাই মোঃ ইলিয়াস মিয়া ওরফে ছোটন এর বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে ।

পরে মোঃ ইলিয়াস মিয়া ওরফে ছোটনের দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে । উক্ত মামলার ছয়জন সাক্ষ্য গ্রহন শেষে আদালত ১৯ আগস্ট সোমবার এ মৃত্যু দন্ড রায় ঘোষণা করেন ।

খুনি ইলিয়াস মিয়া ওরফে ছোটন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ৪ নং ওয়ার্ডের চরনূর আহম্মদ প্রকাশিত দাউদ নগর গ্রামের মরহুম আবু সালেহ আহমেদ ওরফে কনা মিয়া ছেলে ।

আলোচিত খুনি মোঃ ইলিয়াস মিয়া ওরফে ছোটন একই উপজেলার পৌরশহরে দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের সুজন হত্যা সহ আরও কয়েকটি মামলার আসামী। ২০১৪ সালে কিছু দিন ভারতে খোয়াই টাউনে পালিয়ে থাকার পর আবার দেশে ফিরে এসে গ্রেফতার হয়। ২০১৫ সালে হবিগঞ্জ জেলা কারাগারে ভেতর বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা তিন বারের মেয়র আলহাজ্ব জি কে গউছ কে আবারও ছুরিকাঘাত করে আলোচিত খুনি মোঃ ইলিয়াস মিয়া ওরফে ছোটন।

এ মামলায় গত ২০২৩ সালে ২৩ জুলাই আদালত মোঃ ইলিয়াস মিয়া ওরফে ছোটন কে দেড় বছর কারাদণ্ডের আদেশ দেন ।