জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বন্যার শঙ্কা, আতঙ্কে শহরবাসী

হবিগঞ্জে একদিকে টানা বৃষ্টি অপর দিকে ভারত থেকে নেমে আসা তীব্র পানির তোড়ে বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদের পানি। সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ ছুঁই ছুঁই করছে পানি। ফলে হবিগঞ্জ শহরসহ খোয়াই নদের দুই পারের মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন।

rsz খোয়াই নদী
খোয়াই নদী হবিগঞ্জ।

হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র রিফাত রহমান জানান, আমরা মাহমুদাবাদ এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত কারণ, আমাদের কাছেই খোয়াই নদী, নদীর বাঁধ যদি ভাঙন দেয় তাহলে আমরাই বেশিই ক্ষতিগ্রস্ত হব।

 

শহরের মাছুলিয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমাদের খোয়াই নদীর বাঁধ দূর্বল, কারণ আমাদের খোয়াই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল যার ফলে আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দারপ্রান্তে।

 

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো: একরামুল হক জানান, খোয়াই নদের ভারতের প্রান্তে ত্রিপুরায় সাতটি গেট খুলে দেওয়ার খবর পেয়েছে পাউবো। যে কারণে পানির প্রবল প্রবাহ নেমে আসছে হবিগঞ্জের দিকে। আর হাওরে কয়েকটি বাঁধ দিয়ে পানি গিয়ে হাওর টইটম্বুর হয়ে ফলে পানি আর যাচ্ছে না। যার কারণে খোয়াই  নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদের দুই পারের জনপদই বন্যার ঝুঁকিতে পড়েছেন।

 

২১ই আগষ্ট  বুধবার বেলা ৪ ঘটিকার  পাউবোর রিপোর্ট  অনুযায়ী  খোয়াই নদের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২০৫, শায়েস্তাগঞ্জে ১৭০ ও মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

 

সকালে  হবিগঞ্জ শহরে বিভিন্ন পয়েন্টে জেলা তথ্য অফিস থেকে থেকে  জান-মাল রক্ষার্থে সবাইকে নির্দেশনা মেনে কাজ করতে বলা হয়েছে।

rsz জালালাবাদ হবিগঞ্জ
জালালাবাদের বাঁধ ভাঙনের ছবি

এর আগে হবিগঞ্জ সদরের জালালাবাদ গ্রামে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে খোয়াই নদীর পানি প্রবেশ করতে দেখা গেছে।  এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।