ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র- জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্বতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামিক সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল সঞ্চালনায় ছিলেন শামসুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে বক্তাগণ দায়িত্বশীলের গুণাবলি, কিভাবে মান উন্নয়ন এবং বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠনের ব্যাপারে আলোকপাত করেছেন।