হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ চলন্ত তেলবাহী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল পাভেল মিয়া নামে এক যুবকের ।
এ ঘটনাটি ঘটে সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটার দিকে এগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে তৎকালীন রেলওয়ে গুদামের পাশে । নিহত পাবেল মিয়া বয়স ছিল ২২ বছর ।
পাভেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে বিরামচর গ্রামের মোঃ আব্দুল মন্নান এর ছেলে ।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন , দুপুরে উক্ত স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী চলন্ত তেলবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল দুই যুবক । তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসা মাত্রই চলন্ত অবস্থায় এক বন্ধু লাফিয়ে নীচে নেমে যায় । তার বন্ধু নেমে যাওয়ার দৃশ্য দেখে পাভেল মিয়া লাফ দিতে গিয়ে নীচে পড়ে টুকরো হয়ে মৃত্যু বরণ করে ।
এ বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন , পাভেল মিয়া ও তার বন্ধু একই তেলবাহী বগিতে ছিল । তারা দুজনেই মনে করছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে তেলবাহী ট্রেন থামবে । তারা দুজনেই চলন্ত তেলবাহী ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে নীচে পড়ে টুকরো হয়ে যায় ।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে , পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।