জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের নানা আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে জাতীয় যুব দিবস ।

এ উপলক্ষে শুক্রবার ( ১ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ বারের সারাদেশে যুব দিবসের প্রতি পাদ্য ছিল ” দক্ষ যুব গড়বে দেশ , বৈষম্যহীন বাংলাদেশ ” ।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ মাসুদ কায়সার খানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী হোসেন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন , সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান প্রমূখ ।