জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে মা- ছেলে সহ ৬  জনকে গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নারী- নির্যাতন মামলায় মা- ছেলে সহ ৬ জন গ্রেফতার করেছে থানা পুলিশ । 
বুধবার  ভোররাতে থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্র বর্তী ও এসআই আবুল কাশেম সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন অভিযানে চালিয়ে ৬ আসামী কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কাটাখালি গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৮) , শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের ব্রামনডোরা গ্রামের দুলাল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫), নারী ও শিশু নির্যাতন মামলার আহমদপুর গ্রামের মুতি লাল এর ছেলে আসামী সন্তোষ ঋষি (২৫) ও তার মা পূর্না রানী ঋষি (৪৫) , দক্ষিণ নুরপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে হিরো মিয়া (৪৭)ও শায়েস্তাগঞ্জ পৌর শহরে নিজগাঁও গ্রামের আব্দুল মালেক এর ছেলে আব্দুল আউয়াল (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  দিলীপ কান্ত নাথ  আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন  , আসামীদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।