জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে সফল জননী হিসেবে জয়ীতা পুরস্কার লাভ করেন ৩ নারী

 

লাখাই  উপজেলায় ৯ ডিসেম্বর উপজেলা হলরুমে দুপুর ১২ ঘটিকায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যক্রমের  উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও জয়ীতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারীদের জয়ীতা সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মহিতুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। বক্তব্য রাখেন,৬ নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট কোখন চন্দ্র গোপ সৌরভ, ৪ নং বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কেশবচন্দ্র রায়, সাংবাদিক এম এ ওয়াহেদ, সাংবাদিক বিল্লাল আহমেদ,সাংবাদিক সুমন আহমেদ বিজয়, সাংবাদিক পারভেজ হাসান, সহ অনেকেই।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সফল জননী হিসেবে জয়ীতা পুরস্কার লাভ করেন পূর্ববুল্লা গ্রামের সাবেক অবসর প্রাপ্ত ব্যাংকার ইন্দ্রমোহন আদিত্যের সহধর্মিনী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রঞ্জনা আদিত্য। জয়ীতা রঞ্জনা আদিত্যের বড় ছেলে আজমিরিগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা দেবাশিস কুমার দেব। মেজো ছেলে দীপঙ্কর দেব মৌলভীবাজার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার। ছোট ছেলে ডা. প্রীতম দেব(এমবিবিএস) লেকচারাল হবিগঞ্জ মেডিকেল কলেজ।

সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়ীতা পুরস্কার লাভ করেন তেঘরিয়া গ্রামের মায়ানুর আক্তার।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী জয়ীতা পুরস্কার লাভ করেছে সিংহ গ্রামের মোছাঃ রুবি আক্তার।