চুনারুঘাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলা হলরুমে শিক্ষার্থী মোঃ তোফাজ্জল মিয়ার পরিচালনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বত্র সংস্কার চলছে এর ধারাবাহিকতায় চুনারুঘাটে আমরা আমূল পরিবর্তন আশা করছি, অপরাধী যত বড়ই হোক না কেন আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগীতা করবে পুলিশ প্রশাসনকে।
পুলিশকে জনতার পুলিশ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের বক্তব্যে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ফুটে ওঠে।
শিক্ষার্থীরা আরও বলেন, এসব অপরাধ চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে চুনারুঘাটের মানুষ উপকৃত হবে।
ওসি নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সকল ষড়যন্ত্র রূখতে আইনশৃঙ্খলার সর্বোচ্চ ব্যবহার করা হবে, এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নেই। তাছাড়া চুনারুঘাটে চুরি, ডাকাতি, মাদক বাণিজ্য, অবৈধ ব্যবসাসহ সবকিছুর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।
ওসি আরোও বলেন, যতদিন আমি সততার পথে থাকব ততদিন আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার দ্বারা কোনো ভুল হলে সরাসরি ধরিয়ে দিবেন, কোনো মিথ্যাচারে কান দিবেন না। আইনশৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে ছাত্র-জনতার সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ওসি নজরুল ইসলাম।