হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে সরকারি ভাবে ১৩২০ টাকা মণ দরে ১৮১ মেট্রিক টন ধান ক্রয় করে নিবে কৃষকদের কাছ থেকে ।
এ ধান ক্রয় ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চালু থাকবে ।
শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকার কৃষক ছাইব উল্লাহ বলেন , বর্তমানে খোলা বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা দরে । সরকার নির্ধারিত ধানের মূল্য ১৩২০ টাকা । কোনো কোনো কৃষক আছেন ধানের মূল্য কম হওয়ায় বিক্রি করতে চায়না এবং আবার কোনো কোনো কৃষক রয়েছেন সরকারি খাদ্য গুদামে গিয়ে বিক্রি করে । তবে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করলে একসাথে টাকা পাওয়া যায় ।
সেজন্য কিছু কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছে বলে শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান ।
কৃষক ছাইব উল্লাহ আরো বলেন , বাজারে কীটনাশক , সার মূল্য বেশি হওয়ায় ধান চাষের খরচ বেড়েছে । সরকারি ভাবে ধানের দাম বাড়ানো দাবি জানান তিনি ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন , শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে ৩৩ টাকা কেজি দরে ১৮১ মেট্রিক টন ধান সংগ্রহের কার্যক্রম চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।