জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে সীমানা ও পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের সরাবপুর হাঠির বাড়ির সীমানা ও পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। উভয় পক্ষে আহত হয় মহিলাসহ কয়েকজন।

গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবারে লাখাই উপজেলার ৪ নং বামৈ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ভাদিকারা গ্রামের সরাবপুর হাটির সমসু মিয়া ও প্রবাসী নজরুল ইসলাম দলের সাথে তাহের মিয়া গংদের মাঝে বাড়ির সীমানা ও পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিকাল ৫ ঘটিকার সময় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালীন সময়ে তাহের মিয়া, আরব আলী,সমরাজ মিয়া, সুজন মিয়া গং এর লোকজন মিলে প্রতি পক্ষ সমসু মিয়ার দলের প্রবাসী নজরুল ইসলাম, জমির আলী, শাহীন মিয়া সহ কয়েকজনের পুরুষ শুন্য বাড়ি ঘরে ঢোকে হামলা করে লোটপাট করে ৭ লক্ষ টাকার নগদ অর্থ ১২ ভরী স্বর্ণ সহ আসবাবপত্র লোট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নজরুলের স্ত্রী সহ কয়েকজন । এসময় লাখাই থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে।

তাহের মিয়া ও সমসু মিয়া গংদের মাঝে বাড়ির সীমানা ও পানি নিষ্কাশন নিয়ে দীর্ঘদিন ধরে বিরুদ্ধ চলছিল। এরি প্রেক্ষিতে লাখাই থানায় পাল্টা পাল্টি অভিযোগ করলে, অভিযোগের ভিত্তিতে থানায় শালিশ হয়।এরি প্রেক্ষিতে গত বুধবার দুপুর ১২ ঘটিকার সময় ও দু’দলের সংঘর্ষ হয়।সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে আহত হন আজিজুল হক(২২),পিতা-আমিজ আলী, আমিনা বেগম(২৫),স্বামী নজরুল ইসলাম, মুফিজুল মিয়া,পিতা আমিজ আলী সহ অনেকেই। আহতরা ভিবিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।

এই ব্যাপারে লাখাই থানা (ওসি) বন্দে আলী জানান,বর্তমানে মারামারি নিয়ন্ত্রণ হয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি অভিযোগ হলে আমরা তদন্ত করে দেখব।