জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর প্রেসক্লাবের আগুন ও মেধা চত্বরের ব্যানার ছেড়ার নায়ক কে সেই বোরহানউদ্দিন

মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবে দুইবার আগুন লাগানো, উপজেলার মেধা চত্বরের দুইবার ব্যানার ছেড়া ও ইউনিয়ন পরিষদে ভাঙচুরসহ একাধিক ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে স্থানীয় বোরহান উদ্দিন সোহাগ(৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। বলা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত। তবে এসব কর্মকাণ্ডে তাকে কেউ উসকিয়ে বা মদদ দিচ্ছে কি না এ নিয়েও চলছে তদন্ত।ওই যুবকের বাড়ি উপজেলার বহরা ইউপির আফজলপুর গ্রামে।

জানা যায়,গত শুক্রবার(১০ জানুয়ারি)রাত ৪ টা ৩৪ মিনিটে উপজেলা প্রশাসনের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের করা মেধাচত্বরের ব্যানার ছেড়ার দৃশ্য সিসিটিভিতে দেখা যায়। এর সূত্র ধরে প্রশাসনের সহযোগিতায় ছাত্ররা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই যুবক মাধবপুর প্রেসক্লাবে ২ বার আগুন দেওয়া ও ২ বার মেধা চত্বরের ব্যানার ছেড়াসহ আরো কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের স্বীকারোক্তি প্রদান করে।

কে বা কারা তাকে দিয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে তা নিয়েও চলছে তদন্ত।নিয়ে শনিবার মাধবপুর উপজেলার ছাত্ররা এ নিয়ে প্রেস ব্রিফ্রিংও করেছেন।

মাধবপুর উপজেলা ছাত্র সমন্বয়ক শামসুল ইসলাম বাবলু জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করেছি।তবে লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন।সে বিভিন্ন অপকর্মের স্বীকারোক্তি দিয়েছে।যেমন মাধবপুর প্রেসক্লাবে দুইবার আগুন দেওয়া,দুইবার আমাদের মেধা চত্বরের ব্যানার ছেড়া ও বহরা ইউনিয়ন পরিষদের ভাঙচুর। কে বা কারা তার পিছনে মদদ দিচ্ছে তারও অনুসন্ধান চলছে।যদি কেউ জড়িত থাকে তাদেরকেও খুঁজে বের করা হবে।

মাধবপুর প্রেসক্লাবের সদস্য ও মাইটিভির উপজেলা প্রতিনিধি রাজীব দেব রাজু বলে, আমাদের প্রেসক্লাবে হামলা মানে গণমাধ্যমে হামলা। যারা এর সাথে জড়িত বা যারা তাকে উস্কানি দিয়েছে,তাদেরও দ্রুত আইনের আওতায় আনা উচিত।