জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সম্মেলন সম্পন্ন

ইসলামী ছাত্র আন্দোল বাংলাদেশের হবিগঞ্জ জেলা সম্মেলন সম্পন্ন।

‎শনিবার (১১ জানুয়ারী ২০২৫ইং) হবিগঞ্জ প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এনামুল হক সরদারে সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, ব্যবসায়ী কল্যাণ সমিতি হবিগঞ্জ, ব্যাকস এর সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা।

‎ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ (সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক) আলহাজ্ব আব্দুল মোছাব্বির রনু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান লিটন। জাতীয় শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলার প্রচার সম্পাদক মাওলানা আবু মুসা সাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদকঃ মানছুর হাল্লাজ৷ প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্কুল, কলেজে, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

‎সম্মেলনের শেষ অধিবেশনে প্রধান অতিথি) ২০২৫ইং) সেশনের নবগঠিত কমিটির উর্ধ্বতন দ্বায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (হবিগঞ্জ জেলা শাখা)”র ২০২৫ সেশনের নবগঠিত কমিটির সভাপতি, এম. জাহেদুর রহমান,
‎সহ-সভাপতি, মোঃ ইব্রাহীম আলিফ,
‎সাধারণ সম্পাদক, মোঃআশরাফুজ্জামান খালিদ।