জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জ কুশিয়ারা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে আজ সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটে একটি মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, স্থানীয় বাসিন্দারা নদীর পাশে কাঁদামাটিতে প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে বস্তাটি খুলে ভিতরে একটি মানুষের মাথাবিহীন দেহ পাওয়া গেলে, সাথে সাথে প্রশাসন কে খবর দেয়া হয়।

খবর পাওয়ার পরপরই আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাঈদুল হাছান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করে আজমিরীগঞ্জ থানা ইনচার্জ মাঈদুল হাছান বলেন”এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।লাশের দুই হাতে পুঁথির মালা ,অর্ধ ইট ,একটি প্লাস্টিকের বোতল ,এবং ইলেকট্রিক সাদা ক্যাবল সহ প্লাস্টিকের বস্থায় মোড়ানো ,আমরা লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছি। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি ,ঘটনাস্থল থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একজন বাসিন্দা জানান, আমরা এখানে এমন ঘটনা আগে কখনও দেখিনি। এটি আমাদের জন্য খুব ভয়ের ব্যাপার।”

 

অফিসার ইনচার্জ মাঈদুল হাছান সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন থাকার এবং কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে অবিলম্বে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।