হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির উর্দ্যোগে চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার শহীদ মিনার মাঠে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির উর্দ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহব্বায়ক ইসমাইল হোসেন সরসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহব্বায়ক মাসুদ পারভেজ, যুগ্ম-আহব্বায়ক মোশারফ হোসেন বাবুল, যুগ্ম-আহব্বায়ক গোলাম মোস্তফা মধু ও পৌর বিএনপির যুগ্ম-আহব্বায়ক জাহিদ হাসান কবির এছাড়াও বিএনপি তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচন করেছেন। তিনি কোন আসনেই পরাজিত হননি। সাম্প্রতি কালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার জনপ্রীয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরন করেন। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর তাদের উদ্দেশ্য ছিল তাঁকে তিলে তিলে হত্যা করার জন্য। উনাকে অনেক কষ্ট দেয়া হয়েছে। তিনি কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। বেগম খালেদা জিয়া পায়ে হেটে মেজিষ্ট্রেঢের সামনে গিয়ে কারা বরন করেছিলেন কিন্তু জেল থেকে বাহির হয়েছিলেন হুইল চেয়ারে করে।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আজিম নগর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ্।