বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিউচুয়াল এইড কর্তৃক আয়োজিত ম্যাফ মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়।
আজ বৃহস্পতিবার (৩১ শে জানুয়ারী) এ মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়। ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হরমুজ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এইচএম সাইফুল ইসলাম ছোটনের পরিচালনায় বিকাল ১২ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম, বাহুবল ডিগ্রী কলেজের প্রভাষক আজিজ সিদ্দীকি। উপস্থিত ছিলেন ১নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুফি মিয়া খান, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির তালুকদার, বাহুবল উপজেলা আওমীলীগের শিক্ষা ও মানব কল্যান সম্পাদক মিনহাজ উদ্দীন চৌধুরী ও ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মাদ আলী আমিনী।
উক্ত মেধা বৃত্তি পরিক্ষায় ১৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে দুইটি ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হয়। সাধারন এবং ট্যালেন্টফুল বৃত্তি। বৃত্তিপ্রাপ্তদের নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।