জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জামিল আহমদ – এর কবিতা আমরা সবাই

আমরা সবাই

আর কষ্ট পেতে দিবনা
পথ শিশুদের
সব সময় প্রতিবাদ করে
যাব অন্যায়ের।

ভাই, ভাই, ভাই
আমরা সবাই ভাই
একে অন্যকে হিংসা
করব না তাই।

মিলে মিশে মোরা সবাই
বাচতে যে চাই
একজনের মনে অন্যকে
দেব যে ঠাই।

কে পথশিশু, কে ভাল ছেলে
এটি দেখা উচিৎ নয়
সবাই মিলে একসাথে
করব বিশ্বজয়।

সব ভেদাভেদ ও দুঃখ গুলো
মন থেকে ভুলে যাই
ভাই, ভাই, ভাই
আমরা সবাই ভাই।

নবম শ্রেণি, জে. কে. এন্ড এইচ. কে. হাই স্কুল এন্ড কলেজ।