আবার পেছানো হল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ। মামলার এক আসামি আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার স্বাক্ষ্যগ্রহণ করা থেকে বিরত থাকেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
আগামী ৭ মার্চ স্বাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য্য করেছেন আদালত।
কিবরিয়া হত্যা মামলায় হাজিরা দিতে আজ নির্ধারিত সময়ে আদালতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গৌউস সহ অন্য আসামীরা।