নিজস্ব প্রতিনিধিঃ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রথম হয়েছেন বাহু্বলের মোঃ তরিকুল ইসলাম।
তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মোঃ আবদুস শহিদ মিয়ার ছেলে।
তিনি দশ পারা গ্রুপে সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তিনি মাদ্রাসায়ে আনওয়ারে মাদিনা ফদ্রখলা বাহুবল হবিগঞ্জ মাদরাসার ছাত্র।
১৬ ই মার্চ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
আনওয়ারে মাদিনা ফদ্রখলা ছাত্র সংখ্যা ১৫০ জন, হিফজ বিভাগের ছাত্র সংখ্যা ৫৬ জন। তিন জন শিক্ষক দ্বারা পরিচালিত মাদ্রাসাতে নুরানী এবং নাহবেমীর পর্যন্ত ক্লাস রয়েছে।
মোঃ তরিকুল ইসলাম যাতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারে সে জন্য তিনি সবার কাছে দুআ চেয়েছেন।