মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের ১৩ বছরের ছেলেকে এফিডেভিটের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে বিয়ে আয়োজন করায় কনের পিতাকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে মাধবপুর থানার এ এস আই আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিবাহ অনুষ্টানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় বিবাহের কনের পিতা ওই গ্রামের মৃত আলী রাজার ছেলে বিবাহ অনুষ্টানের আয়োজনকারী ফুরুক মিয়া (৪৫)কে ১বছরের জেল ও ৪০হাজার টাকা অর্থদন্ড করেন।
উল্লেখিত জরিমান দিতে অপারগতা প্রকাশ করলে ফুরুককে থাকতে হবে আরো ৩ মাস কারাবন্ধি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান মাধবপুর উপজেলাটি বাল্য বিবাহ মুক্ত ঘোষিত হয়েছে কয়েক বছর পূর্বেই। এখানে বাল্য বিবাহ আয়োজন করায় তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।