বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের মারধোরের ঘটনায় রাখাল সন্নাসী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকালে উপজেলার চিচিরকুট গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত ব্যক্তি চিচিরকুট গ্রামের মহিন্দ্র সন্নাসীর ছেলে।
জানা যায়, গত ৫ মার্চ অাইপিএল খেলার বাজী ধরে নিহতের ছেলের সাথে। নিহত ছেলে বাজীর টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার বাবার কাছে যায়। নিহত ব্যক্তিও ওই বাজীর টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একই গ্রামের ছালেক মিয়া তাকে মারধোর করে। এতে তিনি অাহত হন। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ৯ মার্চ বাড়িতে নিয়ে অাসেন স্বজনরা। বাড়িতে অাজ সোমবার বিকালে বাড়িতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অন্য একটি সূত্র জানায়, হালকা খিল গুষির ঘটনা ঘঠেছিল। তখন কোন রক্তপাতের ঘটনাও ঘটেনি। তিনি ৫২ বছরের বয়স্ক ব্যক্তি, তিনি অসুস্থও ছিলেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি শুনে অফিসার পাঠিয়েছি।