জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

আহমদ রেজা হাসান মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । মাহদী ২০১৮ সালে ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা হতে জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

সে বিগত ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসা হতে অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ বৃত্তি পেয়েছিল। এছাড়াও সে বেসরকারী একাধিক বৃত্তি পেয়েছে।

আহমদ রেজা হাসান মাহদী হবিগঞ্জ সদর পশ্চিম ভাদৈ আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসার পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোঃ আবু তৈয়্যব মোজাহিদী সাহেব ও মোছাঃ তাহমিনা বেগমের জৈষ্ঠ পুত্র।

সে ভবিষ্যৎে পক্ষাত আলেম হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চায়। সে জন্য সকলের নিকট সে দোয়াপ্রার্থী।